ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন ও এক্সপো শুরু


১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪১

রাজধানীর ধানমন্ডি রাইফেলস স্কয়ার সীমান্ত কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন ও এক্সপো ২০২৩ (আইইএসই) শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ এক্সপো শুরু হয়। মেলাটি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

স্প্যানিশ শিক্ষা প্রতিষ্ঠান গেসটিওন এডুকেটিভ কনসালটরস এবং জার্মানি র্লান এন্ড স্টাডির সহযোগিতায় এসএস বিজনেস কর্পোরেশন লিমিটেড এই মেলার আয়োজন করেছে।

ইন্টারন্যাশনাল এডুকেশন সামিট অ্যান্ড এক্সপো (আইইএসই) ২০২৩-এর লক্ষ্য হল বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করা এবং বিদেশে আরও পড়াশোনা করতে আগ্রহী করা।

অস্ট্রেলিয়া, জার্মানি, কানাডা, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পোল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় পঞ্চাশটি বিশ্ববিদ্যালয়ের আউটলেট আমাদের শিক্ষার্থীদের জন্য সমস্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে।