ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


গাজীপুরে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী রমজান আলী'র মনোনয়ন দাখিল


১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৫৮

গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মো. রমজান আলী মনোনয়ন দাখিল করেছেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার নির্বাচন কর্মকর্তার কর্যালয়ে মনোনয়ন দাখিল করেন।

মনোনয়ন দাখিলে তার সফর সঙ্গী হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় দুই শতাধিক কর্মী সমর্থক অংশ নেন।

স্থানীয় ভোটাররা জানান, মেম্বার প্রার্থী রমজান আলী একজন শিক্ষিত লোক। সৎ ও যোগ্য বলে গত নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিল। মেম্বার হয়ে বিগত দিনে জনগণের সাথে ছিল তার সু-সম্পর্ক। রমজান পুনরায় ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলছেন, পাচ্ছেন ব্যাপক সাড়া। যারা ভোটার‌ নয় তারাও আন্তরিকতা থেকে বাদ পড়ছেন না। ওয়ার্ডের উন্নয়নের অগ্রণী ভূমিকা পালনকারী, পরিবারের সুখে-দুঃখে, বিপদে-আপদে পাশে থাকা মানুষটির নাম রমজান আলী। নির্বিশেষে সকলকে সাথে নিয়ে ওয়ার্ডকে একটি‌ উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চেষ্টা করেছেন। আমরা পুনরায় ১নং ওয়ার্ডে মেম্বার হিসেবে রমজান আলী'কে দেখতে চাই।

গাজীপুরে মির্জাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রমজান আলী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত ও দলমত নির্বিশেষে একটি সুন্দর বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চেষ্টা করেছি। এছাড়া ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা দূরীকরণ ও সড়কের বাতিসহ এলাকার উন্নয়ন করেছি । সুবিধাবঞ্চিত গরীব-অসহায় এর নিকট সরকারী সুযোগ-সুবিধা পূর্বের ন্যায় দোড়গোড়ায় পৌঁছে দেবার চেষ্টা করেছি এবং আশাকরি এ ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমি পুনরায় নির্বাচিত হলে ১নং ওয়ার্ডের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সমাপ্ত করব। একটি মডেল ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে ১নং ওয়ার্ডবাসীর দোয়া-আশির্বাদ ও সমর্থন চাই এবং পুনরায় ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ওয়ার্ডবাসীর প্রতি উদাত্ত আহবান জানাই।