কাশিমপুরে এক অপহরণকারীসহ ৩ ডাকাত গ্রেফতার

গাজীপুর মহানগরের কাশিমপুরে এক অপহরণকারীসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ। এ সময় তাদের থেকে একটি মোটরসাইকেল, দুটি চাকু ও নগদ কিছু টাকা উদ্ধার করা হয়।
কাশিমপুর থানাধীন উত্তর পানিশাইল এলাকা থেকে খালিদ সাইফুল্লাহকে (৬) অপহরণকারী জাহিদকে নগরীর ৪নং ওয়ার্ড কাজীমার্কেট থেকে গ্রেফতার করা হয়। এ সময় অপহরণকৃত শিশুটিকেও উদ্ধার করা হয়।
অপহরণকারী মোঃ জাহিদুল ইসলাম (২১), রংপুর জেলার পীরগাছা থানার চরতাম্বুলপুর গ্রামের আব্দুল মালেক ও মোসাঃ জাহেদা বেগমের ছেলে।
অপর মামলায় ৩ ডাকাতকে তথ্য প্রযুক্তির সহায়তায় কাশিমপুরের মোজারমেল এলাকা থেকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি চাকু ও নগদ কিছু টাকা উদ্ধার করা হয়।
এছাড়াও গ্রেফতারকৃত ডাকাতদলের ৩ সদস্য হলো, নড়াই জেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের তাজুল চৌধুরীর ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৪), নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রাজাপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে আসিফ (১৫) ও খুলনা জেলার তেরখাদা থানার আদালতপুর গ্রামের রবিউল কাজীর ছেলে মোঃ আশিক (২১)।
উক্ত বিষয়ে কাশিমপুর থানায় মামলা রুজু করা হয়েছে।