ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


বোরহানউদ্দিনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০২:১২

ভোলার বোরহানউদ্দিন উপজেলা আইন-শৃঙ্খলাসহ উপজেলা পরিষদ মাসিক সভা ও ২১ শে ফেব্রুয়ারির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নওরিন হকের সভাপতিত্বে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা ভূমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্নি ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বড়মানিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া, পক্ষিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন সরদার, টবগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদারসহ সকল ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন বক্তব্য রাখেন।

সভায় উপজেলা কৃষি অফিসারের বিরুদ্ধে কৃষি ভর্তূকি পন্য বিতরণের অনিয়মের কথা তুলে ধরেন উপস্থিত চেয়ারম্যানগণ।

পরে সরকারের বিভিন্ন উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন তারা। উপজেলা নির্বাহি অফিসারের প্রশংসা করে বক্তব্য সমাপ্তি করেন বক্তারা।

এসময় বোরহানউদ্দিন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাব সভাপতি এইচ.এম এরশাদ, আজকের পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ, দেশ সংবাদ প্রতিনিধি মহিউদ্দিন আজিমসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।