ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


"মুক্তিযুদ্ধের চেতনায়" ভালুকা প্রেসক্লাবে সভাপতি বাসার, সম্পাদক সাইফুল


১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০১:১২

গতকাল বুধবার ১৫ ফেব্রুয়ারি দুপুরে ক্লাব কার্যালয়ে সাধারণ পরিষদ সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা এ.বি.এম জিয়া উদ্দিন বাসারকে সভাপতি এবং সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২বছর মেয়াদে ১৭ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

নব নির্বাচিত সভাপতি এ,বি,এম জিয়া উদ্দিন বাসারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর মেয়র ডা. মেজবাহ উদ্দিন আহমেদ কাইয়ূম, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন সহ ক্লাবের সিনিয়র সদস্যগণ।

এ সময় ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।