ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা জব্দ


১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০১:০৬

গোপন সংবাদের ভিত্তিতে ১৪ ফ্রেবরুয়ারি রাতে নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধীনস্থ পাঁচগাও বিওপি হতে ৬ সদস্যের একটি টহল দল কমান্ডার নায়েক মোঃ মেহেদী আলম এর নেতৃত্বে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে রাত আনুমানিক ২টার সময় কিছু সংখ্যক লোক ভারত থেকে গাইট মাথায় করে কলমাকান্দা উপজেলার ৮ নং রংছাতি ইউনিয়নের চন্দ্রডিংগা নামক সীমান্ত এলাকায় প্রবেশ করে।

বিজিপি টহল দল তাদেরকে দেখতে পেয়ে চ্যালেন্জ করলে তার মাথার গাইট ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে জব্দকৃত মালামাল গুলো কাস্টম অফিসে জমা রাখা হয়েছে।