ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


‘ছাত্রলীগকে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হব ’: ড.শান্ত


১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:২৭

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেশবরেণ্য অর্থনীতিবিদ ড.আশিকুর রহমান শান্ত বলেন, ছাত্রলীগকে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। ছাত্রলীগ কারো গোলামীর আদর্শ করতে পারে না, ছাত্রলীগ হবে বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোলা শহরের উকিল পাড়াস্থ শান্ত নীড়ে ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ এই স্লোগানে ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড.আশিকুর এসব কথা বলেন।

যুবলীগের এই নেতা আরো বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পজেটিভ রাজনীতি করতে হবে। কারো টিস্যু পেপারের মত ব্যবহার হওয়া যাবে না।

প্রধান অতিথির বক্তব্যে আশিকুর রহমান শান্ত বলেন, আমি নাজিউর রহমান মঞ্জু সাহেব এর ছেলে, আমার বাবা আজীবন ভোলার মানুষের সেবা করে গিয়েছে তিনি ভোলার মাটিতে শুয়ে আছে সুতরাং আমিও বাবার মত ভোলার মানুষের সেবা করতে চাই। আমি কাউকে টিস্যু পেপারের মত ব্যবহার করবো না।

জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান শান্ত'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোস্তাক আহমেদ শাহীন।

এ ছাড়া আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা রাজিব হাসান লিপু, নওশাদ হোসেন মুন, মনিরুল ইসলাম, মহিবুল আলম খোকন, এডভোকেট আবুল খায়ের, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সাখাওয়াত হোসেন রনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন নয়ন, জেলা শ্রমিকলীগ নেতা সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা ফয়সাল বাবু, মিজানুর রহমান, এডভোকেট গিয়াসউদ্দিন, হাবিবুর রহমান হাবু, আমজাদ হোসেন প্রমুখ।