নেত্রকোণায় দি হলি চাইল্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার দি হলি চাইল্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে স্মরমুশিয়া ইউনিনের চেয়ারম্যান আব্দুস সাত্তার এর সভাপতিত্বে দি হলি চাইল্ড একাডেমির স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া- আটপাড়ার সাবেক এমপি মন্জুর কাদের কোরাইশী।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি শফিউল আলম উজ্জ্বল, ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ এর জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হাসান, ব্যবসায়ী হাজী মোহাম্মদ আব্দুস সালাম, আব্দুর রশিদ মিয়াসহ আরো অনেকে।
পরে অনুষ্ঠানে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।