ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


কালীগঞ্জে ভিন্নভাবে বিশ্ব খাদ্য দিবস পালিত


১৭ অক্টোবর ২০১৮ ০৮:৩৯

ঝিনাইদহের কালিগঞ্জের গ্রামের তৃণমূল পর্যায়ের নারী-পুরুষকে ঐক্যবদ্ধ করে এবার ভিন্ন ভাবে বিশ্ব খাদ্য দিবস পালন করলো সোনার বাংলা ফাউন্ডেশন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেলে মস্তবাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে এক র‌্যালী বের হয়। র‌্যালীটি গ্রামের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, প্রোজেক্ট কো-অর্ডিনেটর এমকে ম-ল মহেন, আদর্শ কৃষক হেলাল উদ্দীন, মকবুল হোসেন, কৃষাণী মনোয়ার বেগম, গ্রামের যুব উদ্যোক্তা পিকুল হোসেন, শ্যামল রায়, সোনার বাংলার কর্মী মনিরুজ্জামান, রনি বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের কৃষক, কৃষাণী, যুবকসহ এলাকার গন্যমান্য ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএ