ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


বেনাপোল ফেন্সিডিলসহ নারী পাচারকারী আটক


১৭ অক্টোবর ২০১৮ ০৬:৫২

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প্যের সদস্যরা সোমবার সকাল ১০ টার সময় ৩০ বোতল ফেন্সিডিল সহ এক নারীকে পুটখালী মসজিদ বাড়ী পোস্টের পাকা রাস্তার উপর থেকে আটক করেছে।

আটক নাসিমা আক্তার (৫০) শার্শা থানার পোতা পাড়া গ্রামের মোঃ জামাল উদ্দিনের স্ত্রী।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমান ফেন্সিডিলের একটি চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালী ক্যাম্পের কোম্পানী কমন্ডার সুবেদার লাবলু রহমান সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এক নারীকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ৩০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

অপর দিকে পুটখালী সীমান্তের উত্তর পাড়া কাঁচা রাস্তার উপর থেকে ৩৯০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি সদস্যরা।বিজিবি পুটখালী কোম্পানী কমান্ডার সুবেদার লাবলুল রহমান সংঙ্গীয় ফোর্স নিয়ে পুটখালী সীমান্তের উত্তর পাড়া কাঁচা রাস্তার এলাকায় অভিযান চালিয়ে ৩৯০ বোতল ফেন্সিডিল জব্দ করে।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইমরান উল্ল্যাহ সরকার (পিবিজিএমএস) জানায়, আটক ভারতীয় ফেন্সিডিল সহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হবে।

এমএ