ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


মানব কল্যাণ এর উদ্যোগে গুণীজনদের কে সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত


৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৩৯

ময়মনসিংহের গফরগাঁও মানব কল্যাণ ফাউন্ডেশন বারো বাড়িয়া ইউনিয়ন এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে স্থানীয় বারা কওমি মাদ্রাসা মাঠে সমাজে বিভিন্ন ভালো কাজে অবদান রাখার জন্য সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং বারো বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আসাদুল ইসলাম সাগরের আমন্ত্রণে বক্তব্য রাখেন মানব কল্যাণ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা আব্দুর রহমান।

সহ-সভাপতি আলামীন হাসান সংগঠনের পক্ষ থেকে ৩০ জন দরিদ্র ও এতিম ছাত্রদের লেখা পড়ার দায়িত্ব গ্রহণ করেন এই সংগঠনটি।

পরে সমাজে বিভিন্ন কাজে অবদান রাখার জন্য একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড গফরগাঁও উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মতিউর রহমান মতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।