রূপগঞ্জে সরকারি জমি উদ্ধার অভিযান

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি জমি উদ্ধার অভিযান চালিয়েছেন এসি ল্যান্ড মো. আসাদুজামান। সোমবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার গোলাকান্দাইল মৌজার এস এ ১৬৯১, ১৪০৪, ১৪৪০, ১৩৮৮ দাগের মোট ১.১৪ শতাংশ জমি অভিযান চালিয়ে উদ্ধার করে।
এ বিষয়ে মো. আসাদুজামান বলেন, দখলদারদের বার বার নোটিশ দেয়ার পরও দখল না ছাড়ায় আমাদের উচ্ছেদ অভিযান চালানো হয়। সরকারি জমি দখল করে রাখার কোন উপায় নেই। সরকারি জমি ক্রয় করে দখলদাররা প্রতারণার স্বীকার হয়েছে। এই এলাকার কিছু প্রতারক সরকারি জমি প্রতারণার মাধ্যমে বিক্রি করে এদের বুঝিয়ে দিয়েছে। তারা ‘ক’ তফসিলের জমি দখল দিয়েছে। আমাদের করার কোন উপায় নেই।
উদ্ধার অভিযান কালে উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তা মো. মজিবুর রহমান, থানা পুলিশ ও ভুলতা ফাঁড়ির টু আইসি ও এসআই নাদির উজ জামান।
কান্দারপাড় এলাকার মনির হোসেনের দখলকৃত ১৪০৪ নাম্বার দাগে ৬১শতাংশ জমির উপর নির্মিত টিনসেট বাড়িটি ভেঙ্গে উদ্ধার করে তারা।
এমএ