ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


ভোটের পরদিন ‘নিখোঁজ’ প্রার্থীর খোঁজ দিল পুলিশ


৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:০০

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আবু আসিফ আহমেদ তার ঢাকার বাসায় ফিরেছেন বলে জানিয়েছে পুলিশ। নির্বাচনের আগ পর্যন্ত তিনি নিখোঁজ ছিলেন। নির্বাচনের ঠিক একদিন পর তার খোঁজ দিল পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) শাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘আসিফের নিখোঁজের বিষয়ে আশুগঞ্জ থানায় করা জিডির তদন্ত চলাকালে তার স্ত্রী মেহেরুন নিছার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তার তার স্বামীর খোঁজ পেয়েছেন। তিনিও ঢাকায় আছেন। তারা ব্রাহ্মণবাড়িয়ার পথে রওনা হয়েছেন।’

উল্লেখ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করা আবু আসিফ আহমেদ গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

এরপর গত ৩১ জানুয়ারি বিকেলে তার স্ত্রী মেহেরুন নিছা স্বামীর সন্ধানের দাবিতে ই-মেইলের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করেন। পরে তিনি আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আইকে