ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


বগুড়া-৪ : তীরে এসে তরি ডুবল হিরো আলমের


২ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৩৮

তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মহাজোটের প্রার্থী রেজাউল করিম তানসেনের কাছে ৯৫১ ভোটে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

উপনির্বাচনের মোট ১১২টি কেন্দ্রে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৪৮৬ ভোট। আর বিজয়ী প্রার্থী মহাজোটের রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে ২০ হাজার ৪৩৭ ভোট পেয়ে জয় লাভ করেছেন।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সারাদিন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৭টার দিকে এ ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ হয়।

উল্লেখ্য, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ৪৬৯।

আইকে