ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


ভোট চলাকালীন কেন্দ্রের ভেতর থেকে ককটেল উদ্ধার


১ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৫১

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে পৌর শহরের নবাবগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রের ভেতর থেকে একটি ককটেল উদ্ধার করেছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ওই কেন্দ্র থেকে ককটেলটি উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকালে কেন্দ্রের ভেতরের এক কোনায় একটি পরিত্যক্ত ককটেল পাওয়া গেছে। ইতোমধ্যে র‍্যাবের বোম্ব ডিসিপোজাল ইউনিট ককটেলটি নিষ্ক্রিয় এটি উদ্ধার করে নিয়ে গেছে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

আইকে