ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


রাজশাহীতে ফেনসিডিল, প্রাইভেটকারসহ যুবক গ্রেপ্তার


১ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:১০

রাজশাহীর মোহনপুর উপজেলায় ৩০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেট কার ও মোবাইলসেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর ১২ টার সময় মোহনপুর উপজেলার খানপুর-বাগবাজার থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবক নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট গ্রামের সাদের আলীর ছেলে মিনহাজুল ইসলাম সবুজ (২৬)। তবে গ্রেপ্তারকৃত যুবক মোহনপুর গার্লস ডিগ্রি কলেজের পাশে শ্বশুর আজাহার আলীর বাড়ি অধিকাংশ সময় থাকতেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশাহ বলেন, উপজেলার খানপুর-বাগবাজার আনারুল ইসলামের ওষুধের দোকানের সামনে একটি প্রাইভেট কার থেকে ফেনসিডিল বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারটি ঘেরাও করে তল্লাশি চালিয়ে প্রাইভেট কারটির ভিতর থেকে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে ফেনসিডিলসহ প্রাইভেট কার জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে মোহনপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।