বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা

আবারও দূষিত বায়ুর শহরে শীর্ষে রয়েছে ঢাকা।
সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১০টা ৪ মিনিটে সুইস বায়ুমান পর্যবেক্ষক সংস্থা আইকিউএয়ারের শহরভিত্তিক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এই অবস্থান দেখা যায়। যেখানে ঢাকার বাতাসের, স্কোর ছিল ২৬৯, যা ‘খুবই অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ’।
এ ছাড়া একই সময়ে একিউআই স্কোর ১৯০ নিয়ে দ্বিতীয় ভিয়েতনামের রাজধানী হ্যানয়। একই স্কোর নিয়ে তৃতীয় চীনের উহান শহর। স্কোর ১৭০ নিয়ে চতুর্থ পাকিস্তানের করাচি এবং একই স্কোর নিয়ে পঞ্চম স্থানে ভারতের দিল্লি।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
হরহামেশাই বায়ু দূষণে ঢাকার অবস্থান শীর্ষে চলে আসে। অন্যান্যা সময়ও প্রায়ই টপ ফাইভের আশপাশে থাকে।
বায়ু দূষণের ফলে দেশের মানুষের আয়ু কমছে ৫ –৭ বছর, আর জিডিপি কমছে ৪.৪ শতাংশ। মানুষের আয়ুষ্কাল ও জিডিপি কমা ছাড়াও বায়ু দূষণ মানুষের জীবদ্দশায় সাংসারিক ও সামাজিক জীবনেও অশান্তি বয়ে আনে। তাই সরকারের উচিৎ অনতিবিলম্বে বায়ু দূষণ বিধিমালা বাস্তবায়ন করা। আর মৃত্যুর হাত থেকে এ দেশের নাগরিকদের বাঁচানো।
বায়ু দূষণ প্রসঙ্গে মেডিসিন বিশেষজ্ঞ ডা: লেলিন চৌধুরী জানান, বায়ু দুষণের কারণে কেবল মানুষের শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা, হৃদরোগ, বন্ধ্যাত্ব, শ্রবণ ইদ্রিয়ের ক্ষতি হয় তা নয়। এর প্রভাবে মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়, যার কারণে তার সংসার ও সামাজিক জীবনে অশান্তি নেমে আসে, পেশাগত জীবনেরও ক্ষতি হয়।
এদিকে ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ি করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্নতার ঝুঁকি।
আইকে