ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


গৃহবধূকে ভয় দেখিয়েই পালাক্রমে ধর্ষণ!


১৭ অক্টোবর ২০১৮ ০১:৫৬

স্বামী বাইরে থাকায় এক গৃহবধূকে অস্ত্রের ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৫ অক্টোবর) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এ ঘটনায় দুপুরে স্থানীয় থানায় ওই গৃহবধূ মামলা করেছেন।

মামলায় আসামি করা হয়েছে গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের বার্ণা চন্দ্রশিখর (মোগলটুলি) গ্রামের বাসিন্দা আবদুল ওয়াহেদ ওরফে ডিপটি মিয়াকে (৪৭)।

জানা যায়, এর আগে ওই গ্রহবধূকে কুপ্রস্তাব দেন ডিপটি মিয়া। এতে রাজি না হলে ডিপটি মিয়া অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় ধর্ষণের ভিডিওচিত্র মোবাইল সেটে ধারণ করা হয়। এরপর বিভিন্ন সময়ে ভিডিওটি তার স্বামীকে দেখানোসহ ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে আবারও ধর্ষণ করেন। এভাবেই গত শনিবার দুপুরে ওই নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।

ধর্ষণের সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ডিপটিকে হাতেনাতে আটক করে। পরে বিষয়টি জেনে তার পক্ষের ১৫ থেকে ২০ জনের স্বশস্ত্র যুবকের দল তার ঘরের দরজা ভেঙে ডিপটিকে ছিনিয়ে নিয়ে যায়। এতে বাধা দিতে গিয়ে তাদের মারধরে রাজা মিয়া, মোজাম ও লোকমান নামে তিনজন আহত হন।

এ বিষয়ে এজাহার পাওয়ার কথা স্বীকার করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান। তিনি বলেন, ধর্ষণের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরআইএস