ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


কারাগারে থেকেই এলএলএম পরীক্ষা শেষ করলেন রিজভী


২০ জানুয়ারী ২০২৩ ০৮:২৯

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কারাগারে বসেই এলএলএম পরীক্ষা শেষ করেছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শেষ পরীক্ষা দেন তিনি। এ নিয়ে কারাগারে বসে মোট তিনটি পরীক্ষা দিলেন রিজভী।

এর আগে গত ৪ জানুয়ারি রিজভীর আইনজীবী কারাবিধি অনুসারে পরীক্ষার অনুমতির জন্য করলে কারাবন্দি রুহুল কবির রিজভীকে কারাগারে বসে পরীক্ষা দেওয়ার অনুমতি দেন আদালত।

উলে্লখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওইদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে রুহুল কবির রিজভীসহ বিএনপির সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। সম্প্রতি তাকে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আইকে