ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


ইজতেমার দ্বিতীয় পর্বে আইনশৃঙ্খলা বাহিনী বেশি সতর্ক: জিএমপি কমিশনার


২০ জানুয়ারী ২০২৩ ০০:১৯

ইজতেমার দ্বিতীয় পর্বকে কেন্দ্র করে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পক্ষ থে‌কে ব‌্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম মাঠে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, ‘প্রথম পর্ব আমরা শান্তিপূর্ণভাবে শেষ করেছি, আশা রাখি দ্বিতীয় পর্ব সফলভাবে শেষ করব। আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কাজ করে যাচ্ছি। ইরতোমধ্যে ১০ হাজার পু‌লিশ নিয়োগ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলাসহ সকল কিছু নিয়ন্ত্রণে রয়ে‌ছে। নিরাপ‌দে যা‌তে আগত মুসল্লিরা ইবাদত কর‌তে পা‌রে সে ‌বিষ‌য়ে সোচ্চার আ‌ছি।’

এসময় তিনি আরো বলেন, আমাদের কাজ হলো যেকোনো মূল্যে নিরাপত্তা নিশ্চিত করা।’

আইকে