ইজতেমায় আসার পথে ৭ শতাধিক রোহিঙ্গা আটক

কক্সবাজার থেকে বাসে করে ঢাকার পথে ইজতেমায় আসার সময় সাতশ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। পরে এ সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে ক্যাম্পে ফেরত পাঠানো হয় এসব রোহিঙ্গাদের।
বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে ওসি বলেন, টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গারা এসে কক্সবাজার আদর্শ গ্রাম সংলগ্ন বাইতুল নূর আমান মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেন। এরপর ১৯টি বাসে তারা ইজতেমায় অংশগ্রহণের জন্য রাজধানীর উদ্যোশে যাত্রা করার সময় খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।
এ ব্যাপারে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকার পরও রোহিঙ্গারা কিভাবে ক্যাম্প থেকে বের হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
আইকে