ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


যশোরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত


১৬ অক্টোবর ২০১৮ ২১:১০

যশোর সদর উপজেলায় দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।

মঙ্গলবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার মণ্ডলগাতি এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানা যায়, মঙ্গলবার ভোরে সাড়ে ৩টার দিকে খবর পায়, মণ্ডলগাতি এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি চলছে। এ সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ এবং দুই কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসএসএম