যশোরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

যশোর সদর উপজেলায় দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।
মঙ্গলবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার মণ্ডলগাতি এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানা যায়, মঙ্গলবার ভোরে সাড়ে ৩টার দিকে খবর পায়, মণ্ডলগাতি এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি চলছে। এ সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ এবং দুই কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসএসএম