ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৬


১৭ জানুয়ারী ২০২৩ ২২:১৩

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রোগী জাহানারা বেগম (৫৫), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮), রোগীর মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), গাড়িচালক জ্বিলানি (২৮), গাড়ির হেল্পার রবিউল ইসলাম (২৬), সাংবাদিক মাসুদ রানা (৩০)।

জানা যায়, নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। তাদের মরদেহ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, গ্যাসের সিলিন্ডার ভর্তি একটি ট্রাক রাস্তার পাশে পার্কিং করা ছিল। ভোরের দিকে দ্রুতগামী ওই অ্যাম্বুলেন্সটি ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার আগে উচ্চগতিতে ছিল। অ্যাম্বুলেন্সের চালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন বলেও ধারণা করা হচ্ছে।

ট্রাকচালক পালিয়ে গিয়েছে। তাকে আটক করতে কাজ করছে পুলিশ।

পদ্মা সেতু দক্ষিণ থানা এসআই সুরুজ উদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিল। জাজিরা প্রান্তের এক্সপ্রেসওয়ে নাউডোবা ব্রিজ এলাকায় অ্যাম্বুলেন্সটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নারীসহ ছয় জন নিহত হয়।

আইকে