ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


মিছিলে যাওয়ার পথে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ


১৭ জানুয়ারী ২০২৩ ০৯:৪৪

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে যাওয়ার পথে নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান পাপন গুলিবিদ্ধ হন। ছাত্রদল নেতাকে গুলি করার অভিযোগ উঠেছে পৌর ছাত্রলীগের গত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মো. রুবেলের বিরুদ্ধে।

আজ সোমবার দুপুরে উপজেলার সামসুর টেক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদশী আরিফুল ইসলাম জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পলাশ উপজেলা ও বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে পলাশে মিছিল হওয়ার কথা ছিল বেলা তিনটায়। তাই মিছিলে অংশ নিতে মোস্তাফিজুর রহমান পাপনসহ আমরা বের হই। এ সময় ছাএলীগের কয়েকশ নেতাকর্মী এসে আমাদেরকে বাধা দেয় এবং মারধর করে। এতে আমিসহ একাধিক নেতাকর্মী আহত হই। মারামরির এক পর্যায়ে পাপনের পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় আমরা পাপনকে প্রথমে পলাশ উপজেলা হাসপাতালে নিয়ে যাই।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমরা ঘটনাটা শুনেছি। কিন্তু কোনো লিখিত অভিযোগ পাইনি। তদন্ত চলছে, আমরা ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

আইকে