ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে


১৭ জানুয়ারী ২০২৩ ০২:১৯

দশ দফা দাবি বাস্তবায়ন এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে মিছিলপূর্ব সমাবেশ শুরু করেছে বিএনপি।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশের পর বিকেল সাড়ে ৩টার দিকে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।

এরই মধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নেতারা। বিএনপির ভিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হয়েছেন। পোস্টার ও ব্যানার হাতে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন তারা।

এ দিকে বিএনপির কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে। একইসঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় পাহারায় রয়েছে।

আইকে