দাওয়াত থেকে ফিরে অসুস্থ, আ.লীগের দুই নেতার মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দাওয়াত থেকে ফিরে অসুস্থ হয়ে উপজেলা আওয়ামী লীগের দুই নেতার মৃত্যু হয়েছে। এছাড়াও পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমানও অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। হাবিবুর উপজেলা আওয়ামী লীগের সদস্য।
নিহতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন ও জহির রায়হান।
সোমবার ভোরে জেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে তারা মারা যান।
সূত্র জানায়, গত শনিবার রাতে তারা ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতে দাওয়াতে যান। সেখান থেকে ফেরার পর থেকেই তারা অসুস্থ বোধ করছিলেন।
দুই নেতার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, তাদের মেডিকেল রিপোর্ট দেখে মৃত্যুর কারণ বলা যাবে।
আইকে