আশুলিয়ায় জ্যামিতি বক্সে মাদকের চালান জব্দ, আটক ১

জ্যামিতি বক্সে শিক্ষা উপকরণের বদলে বিশেষ পদ্ধতিতে আনা হয় মাদকের চালান। বক্সের বাইরে চুম্বক যুক্ত করে সেটি বাস বা পরিবহনের গোপন জায়গায় লাগিয়ে দেওয়া হয়। দেশের সীমান্তবর্তী কক্সবাজার ও টেকনাক থেকে এভাবেই আনা একটি চালান জব্দ করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় আব্দুর রহমান (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক এবং এক হাজার ইয়াবা জব্দ করা হয়।
রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে আটক মাদক কারবারিকে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। এর আগে শনিবার গভীর রাতে আশুলিয়ার ডেন্ডাবর উত্তরপাড়া থেকে তাকে আটক করা হয়। পরে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রহমান মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মুন্সীকান্দি গ্রামের আবুল কালামের ছেলে। তার কাছ থেকে এক হাজার তিনটি ইয়াবা উদ্ধার করে জব্দ করেছে পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিভিন্ন সময় জ্যামিতি বক্সের ভেতরে মাদক রেখে পরিবহন করতেন। স্থানীয় মাদকসেবী ও খুচরা ব্যবসায়ীদের কাছেও মাদক সরবরাহ করত তিনি। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।’