ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


মোহনপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ


১৫ জানুয়ারী ২০২৩ ০৯:১৪

রাজশাহীর মোহনপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থের চেক বিতরণ করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।

শনিবার (১৪ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আবেদন কারীদের মাঝে এ ১ লাখ ৪০ হাজার টাকার চেক তুলে দেন তিনি।

এসময় উপজেলার গোছা গ্রামের আরমান সরদারের ছেলে আবুল কালাম ৪০ হাজার, নোনাভিটা গ্রামের সাগর আলীর ছেলে জবেদা ৫০ হাজার, বেলগাছি গ্রামের নঈম উদ্দিনের ছেলে আতাউর রহমান ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেন।

এছাড়া, ২৯শে জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রাজশাহী আগমন উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় রাজশাহী জেলা মহিলা লীগের সভাপতি মর্জিনা পারভিন, জাহানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী, মোহনপুর উপজেলা মহিলা লীগের সভাপতি ডলি খাতুন, উপজেলা, সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব হুমায়ন কবির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলমসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।