ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ট্রাক উল্টে ৩ জনের প্রাণ গেল


১৬ অক্টোবর ২০১৮ ১৯:৫৯

ছবি ফাইল ফটো

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরের সুভুল্ল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নিরঞ্জন মালী (৩০), তার স্ত্রী সাগরী মালী (২৫) এবং তাঁদের শিশুকন্যা স্বর্ণা (৮)। তাদের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার শিখারঞ্জন গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল জানান, গাজীপুর থেকে ট্রাকে করে তারা জয়পুরহাট যাচ্ছিলেন। ভোর ৫টার দিকে ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে তিনজনই ঘটনাস্থলেই মারা যান।

আরকেএইচ