গভীর রাতে ছিন্নমূল মানুষের মাঝে ওব্যাট হেল্পার্সের কম্বল বিতরণ

রাজধানীতে কনকনে শীতের মাঝে রাতের আধারে শহর ঘুরে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বেসরকারি সংস্থা ওব্যাট হেল্পার্স বাংলাদেশ।
বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া শীতার্ত ছিন্নমূল ৫০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করে সংস্থাটি।
এসময় রাজধানীর ফার্মগেট,নিউ মার্কেট,মোহাম্মাদপুর ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ করা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লোরে থাকা রোগীদের মাঝেও। কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অসহায় মানুষগুলো।
এছাড়া বুধবার বেলা ২ টায় রাজধানীর মিরপুর ও মোহাম্মাদপুরের বিভিন্ন বস্তি ও বিহারি ক্যাম্পের বাসিন্দাদের মাঝেও কম্বল বিতরণ করেছে ওব্যাট হেল্পার্স বাংলাদেশ।
এ সময় ওব্যাট হেল্পার্স, বাংলাদেশের সেক্রেটারি জুনায়েদ ওয়াহেদি বলেন, দরিদ্র মানুষগুলো শীতের রাতে কষ্ট পায় তাদের কষ্ট খানিকটা লাগব করার উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আজকে আমরা রাজধানীতে প্রায় ৫০০ কম্বল বিতরণ করেছি। আমাদের এই কার্যক্রমে অর্থায়ন করার জন্য ওব্যাট হেল্পার্স, যুক্তরাষ্ট্র এর প্রতিষ্ঠাতা জনাব আনোয়ার খান কে ধন্যবাদ জানাচ্ছি।