ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


আশুলিয়ায় পরকীয়া সম্পর্কের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন


১৪ জানুয়ারী ২০২৩ ০৩:২৪

রাজধানীর অদূরে সাভার আশুলিয়ায় পরকীয়া সম্পর্কের জেরে স্বামীর লাঠির আঘাতে সুবর্না আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী জনিকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর রাতে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার জনি জামালাপুর জেলার সদর থানার কলাবাধা গ্রামের মো. জিয়াউল মিয়ার ছেলে এবং নিহত সুবর্না একই জেলার সরিষাবাড়ি থানার আদরাচর গ্রামের সুজন মিয়ার মেয়ে। তারা আশুলিয়ার বুড়িরবাজার এলাকার চাঁন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। জনি পেশায় পোশাক শ্রমিক এবং সুর্বনা গৃহিনী ছিলেন। প্রায় চার বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ঘরে এক বছরের শিশু সন্তান রয়েছে।

পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, রাতে স্বামী-স্ত্রী দুজন পারিবারিক কলহের জেরে বাকবিতণ্ডা শুরু করেন। এক পর্যায়ে জনি লাঠি দিয়ে সুবর্নার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই সুবর্নার মৃত্যু হয়।

পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে যে সুবর্নার পরকীয়া সম্পর্ক ছিল। জনি প্রতিবাদ করলেও তিনি শুনতেন না। এই বিষয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এস আই) শাহিন আহমেদ নয়ন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।