চট্টগ্রামে বাড়িতে আগুন লেগে একই পরিবারের ৫ জনের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উত্তর পারুয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে আগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) ভোরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া এর সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-কাঙ্গাল বসাক (৭০), তার স্ত্রী ললিতা বসাক (৬০), পুত্রবধূ লাকি বসাক (৩২), ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে চয়নিকা বসাক (৪)। এছাড়া আগুনে দগ্ধ হয়েছে খোকন বসাক (৪০)।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ ভোরে বসতঘরে আগুন লেগে যায়। এই সময় বাসায় ঘুমিয়ে থাকা একই পরিবারের ৫ জন পুড়ে মারা যায়।
আইকে