মুক্তিপণে বাড়ি ফিরেছেন আরও এক কৃষক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড় থেকে অপহৃত হওয়া আব্দুস সালাম নামের আরও এক কৃষক মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।
বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মুক্তিপণ দিয়ে ফিরেন তিনি। যদিও মুক্তিপণের বিষয়টি নিয়ে অপহৃতদের পরিবার মুখ খুলতে নারাজ।
এর আগে মঙ্গলবার (১০ জানুয়ারি) মুক্তিপণ দিয়ে তিনজন কৃষক বাড়ি ফেরেন। তবে অপহরণকারীদের পরিচয় জেনে যাওয়াও আব্দুস সালামকে মুক্তি দেয়নি তারা।
বাড়ি ফেরা কৃষকের বরাত দিয়ে হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, মুক্তিপণ দিয়ে তিন দিন পর বাড়িতে ফিরেছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে মারধর ও আঘাতের চিহ্ন রয়েছে।
উল্লেখ্য, গত রোববার সকালে পাহাড়ে ধানখেত পাহারা দেওয়ার সময় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের অপহরণ করেন কয়েকজন দুর্বৃত্ত। এ সময় দুর্বৃত্তরা অপহৃতদের স্বজনদের কল দিয়ে ২৫ লাখ টাকা দাবি করেন। পরে ৬ লাখ টাকা দিয়ে তিন জন মুক্তি পেলেও আবুল হোসেনের ছেলে আব্দুল সালামকে মুক্তি দেয়নি দুর্বৃত্তরা। পরে বুধবার সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়।
আইকে