ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


খিলক্ষেত-উত্তরায় তীব্র যানজট


১২ জানুয়ারী ২০২৩ ২৩:০৫

বিশ্ব ইজতেমায় যোগ দিতে দলে দলে মানুষ গাজীপুরের টঙ্গীতে আসায় এর প্রভাব পড়েছে রাজধানী ঢাকা-ময়মনসিংহ সড়কে বনানী থেকে আব্দুল্লাহপুরগামী লেনে।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই খিলক্ষেত এলাকায় যানজট দেখো দেয়। যার ফলে আটকে থাকা গাড়ির সারি কুড়িল বিশ্বরোড এলাকা ছাড়িয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, খিলক্ষেতে যানজটে আটকে আছে আবদুল্লাহপুরগামী যানবাহন। সড়কের অপর পাশে আব্দুল্লাহপুর থেকে বনানীগামী লেনেও দেখা গেছে ধীরগতি। অনেক মানুষ গাড়ির অপেক্ষায় ফুটপাতে দাঁড়িয়ে আছেন। কেউ কেউ ঝুঁকি নিয়ে ধীরগতিতে চলা গাড়ির সামনে দিয়ে ছুটে যাচ্ছেন গন্তব্যের বাসে উঠতে।

এদিকে, আর্মি স্টেডিয়ামে থেকে মহাখালী পর্যন্ত সড়কে চাপ দেখা যায়নি। বিপরীত লেনেও গাড়ির গতি স্বাভাবিক। তবে মহাখালী বাস টার্মিনালের সামনের সড়কে থেমে থাকা দূরপাল্লার বাসের কারণে জট দেখা গেছে।

আইকে