ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


পুঠিয়ায় ২৬৮ পিচ ফেনসিডিল সহ আটক-১


১২ জানুয়ারী ২০২৩ ০৮:১২

রাজশাহীর পুঠিয়ায় ২৬৮ বোতল ফেন্সিডিল ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ উজ্জল হোসেন (৩১) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‍্যাব।

গ্রেফতারকৃত উজ্জল হোসেন চারঘাট উপজেলার গোপালপুর গ্রামের নজির সরকারের ছেলে।

মঙ্গলবার (১০ জানুয়ারী) দিবাগতরাতে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৫ এর এক বিজ্ঞপ্তিতে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বানেশ্বর বাজারে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ি উজ্জল হোসেন পালানোর চেষ্টা করেন। এ সময় কয়েকজনের সহয়তায় তাকে ধরা হয়।

সে সময় তাকে ও তার সাথে থাকা লাগেজ তল্লাসি করা হলে ২৬৮ বোতল ফেন্সিডিল, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি মোবাইল সেট জব্দ করা হয়।

পুঠিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ বারী মুন্সী বিষয়টি নিশ্চিত করে বলেন, র‍্যাব সদস্যরা মাদকসহ একজনকে গ্রেফতার করেছেন। এ বিষয়ে তারা মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।