‘৬ লাখ টাকা’ মুক্তিপণে ফিরেছেন অপহৃত ৩ কৃষক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড় থেকে অপহৃত হওয়া চার কৃষকের মধ্যে তিনজন ৬ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।
তবে আব্দুল সালাম নামের আরেক কৃষক ডাকাতদের পরিচয় জেনে যাওয়ায় তাকে মুক্তি দেয়নি বলে জানিয়েছেন মুক্তিপণ দিয়ে ফিরে আসা তিন কৃষক।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তারা ফিরে আসেন।
অপহৃত ব্যক্তিরা হলেন, লেচুয়া প্রাং এলাকার আব্দুস সালাম, মুহিবুল্লাহ, আব্দুল হাকিম ও আব্দুর রহমান। তারা সবাই কৃষিকাজ করেন।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত রোববার সকালে পাহাড়ে ধানখেত পাহারা দেওয়ার সময় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের অপহরণ করেন কয়েকজন দুর্বৃত্ত। এ সময় দুর্বৃত্তরা অপহৃতদের স্বজনদের কল দিয়ে ২৫ লাখ টাকা দাবি করেন। পরে ৬ লাখ টাকা দিয়ে তিন জন মুক্তি পেলেও আবুল হোসেনের ছেলে আব্দুল সালামকে মুক্তি দেয়নি দুর্বৃত্তরা।
এদিকে আব্দুল সালামের স্বজনরা জানান, দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে ছাড়েনি। তার জন্যও মুক্তিপণ দেওয়া হয়েছে বলে জানান তার পরিবারের সদস্যরা।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, অপহৃতদের মধ্যে তিনজন ফিরেছে বলে শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। আপাতত কিছু বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, এ নিয়ে গত ৪ মাসে টেকনাফে ৩১ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।
আইকে