ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


বন্দুকযুদ্ধের পর গ্রেপ্তার ৮ ডাকাত, ১ জনকে পলায়নে সহযোগিতার অভিযোগ পুলিশের বিরুদ্ধে


৮ জানুয়ারী ২০২৩ ০৮:৫৪

শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীর চর রাজাপুর এলাকায় একটি বাল্কহেডে ডাকাতিকালে ব্যাপক গুলিবিনিময়ের পর ৮ নৌ-ডাকাত সদস্যকে গ্রেফতার করে বক্তাবলী নৌ পুলিশ।

এ ঘটনায় ২ পুলিশ সদস্য ও ১ ডাকাত আহত হয়েছে। এসময় ডাকাতদের কাছ থেকে রামদা, শাবল, কাটারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এদিকে ১ নৌ-ডাকাতকে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগ উঠেছে বক্তাবলি নৌ-ফাড়ি ইনচার্জ নান্নু মিয়ার বিরুদ্ধে।

ভুক্তভোগীদের অভিযোগ, তাদের সামনে ৯ ডাকাত সদস্যকে আটক করলেও এখন ৮ জন ডাকাতকে আটকের কথা বলছে পুলিশ। এদিকে যাত্রীদের ধারণকৃত ভিডিও ও ছবিতে আটক ৯ জন ডাকাত সদস্যকে দেখা যায়।

এসব অভিযোগ অস্বীকার করে নৌ-ফাড়ি ইনচার্জ নান্নু মিয়া বলেন, শুক্রবার রাতে নারায়নগঞ্জের ফতুল্লার বক্তাবলীর চর রাজাপুর এলাকায় একটি বাল্কহেডে ডাকাতির ঘটনা ঘটে। এসময় বাল্কহেডে থাকা লোকজন ডাকাতদের হাত থেকে রেহাই পেয়ে আমাদের কাছে আসলে আমরা অভিযান চালাতে ঘটনাস্থলে যাই। সেখানে ১২ থেকে ১৫ জন ডাকাত সদস্যদের সাথে গুলিবিনিময় হয়। এরপর সেখান ৮ জন নৌ ডাকাত সদস্যদের আটক করা হয়। এ অভিযানে পুলিশের ২ জন আহত ও ১ ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়। ৯ জনকে আটকের বিষয়টি সঠিক নয় বলেও দাবি করেন নান্নু মিয়া।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, মুন্সিগঞ্জের শ্রীনগর থানার ময়না খান (৩০), একই জেলার কামারগাঁও গ্রামের বাবুল হক (৫৫), মাদারীপুরের শিবচর এলাকার আরাফাত হাওলাদার (৩০), একই এলাকার সোজাত হাওলাদার (৪০), ফরিদপুরের সদরপুর এলাকার হারুন ব্যাপারী (৫৫), একই জেলার হৃদয় খান (২১), ঢাকার দোহার এলাকার শাহ আলম (৫০), ফরিদপুরের মদুকালী এলাকার শাহ জাহান (৫২)।