ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


সিকৃবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫


৭ জানুয়ারী ২০২৩ ০৯:৪১

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংঘর্ষ শুরু হয়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সিকৃবি শাখা ছাত্রলীগের কর্মীসভার আয়োজন করেন শাখাটির সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. এমদাদুল হোসেন।

এদিকে বর্তমান কমিটির সঙ্গে বিরোধে থাকা ছাত্রলীগের আরেকটি পক্ষ কর্মীসভা বানচাল করতে ক্যাম্পাসে অবস্থান নিলে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হলে তাদেরকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সুদীপ রায় গণমাধ্যমকে বলেন, ক্যাম্পাসে উত্তেজনার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজন হলে উপাচার্য বা প্রক্টরের নির্দেশনা পেলে ক্যাম্পাসে প্রবেশ করবে পুলিশ।

আইকে