মোহনপুরে কৃষকলীগের শীতবস্ত্র বিতরণ

রাজশাহীর মোহনপুরে ‘হারবে শীত, জিতবে মানবতা’ এই প্রতিপাদ্য সামনে রেখে সমাজের হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল-চাদর) বিতরণ করা হয়েছে।
জানা গেছে, (৫ জানুয়ারি) বৃহস্পতিবার বিকালে মোহনপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া উপহার এসব শীতবস্ত্র (কম্বল-চাদর) উপজেলা কৃষকলীগ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম উপজেলা কৃষক লীগের সভাপতি মহাসিন আলী স্বেচ্ছাসেবক লীগের আয়বায়ক কমিটির সভাপতি রনি সরকার সদস্য সচিব হুমায়ুন কোবির ইউনিয়ন স্বেচ্ছাসেব লীগের সভাপতি বেলাল আলীপ্রমূখ।
আগামিতে পর্যায়ক্রমে উপজেলার ১টি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হবে।
এদিকে শীতবস্ত্র পেয়ে এসব মানুষ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করেন।