ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ঝিনাইদহে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত


১৬ অক্টোবর ২০১৮ ০০:১৪

নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ঝিনাইদহে জাতীয় স্যানিটেশন মাস উদ্বোধন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে ব্রাকের সহযোগিতায় সোমবার (১৫ অক্টোবর) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা ব্রাক প্রতিনিধি শফিকুল ইসলামসহ অন্যান্যরা।

পরে সঠিক উপায়ে হাত ধোয়ার প্রদর্শন করা হয়।

এসএমএন