ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


শিশুটি খেলতে গিয়েছিল, অতঃপর ...


১৫ অক্টোবর ২০১৮ ২২:৪৭

রাজধানীর তুরাগে নিখোঁজের এক দিন পর মিরাজ নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স চার বছর। শিশুটি তুরাগের রানাভোলা এলাকায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করত।

রোববার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে তুরাগ থানাধীন ফিরোজ মিয়ার বাসার রিজার্ভ ট্যাংক শিশুটির লাশ উদ্ধার করে তুরাগ থানা পুলিশ।

নিহত শিশুটির বাবা ঢাকার কেরানীগঞ্জের টাইলস ব্যবসায়ী। বর্তমানে তিনি তুরাগের রানাভোলা বালুর মাঠ এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে।

জানা যায়, শনিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে খেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি পর মিরাজের মা বিথী বেগম তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে অত্র এলাকায় মাকিং করেন স্বজনরা।

অতঃপর রোববার বেলা ১১টায় বালুর মাঠ এলাকার ভাড়া বাসার সামনের মো. ফিরোজ মিয়ার নির্মানাধীন বহুতল ভবনের নিচতলায় সিড়ির নিচে পানি জমানোর রিজার্ভ ট্যাংকিতে শিশু মিরাজকে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

লাশ উদ্ধার শেষে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় থানা পুলিশ।

এ বিষয়ে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নির্মল চন্দ্র দ্বেব জানান, লাশ উদ্ধারের ঘটনায় তুরাগ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরবর্তীতে শিশুর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলেই এটি হত্যা না দুর্ঘটনা জনিত মৃত্যু তা জানা যাবে।

এসএমএন