ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি রাখাল নিহত


২ জানুয়ারী ২০২৩ ০১:৫৩

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বিপুল মিয়া (২৩) নামে বাংলাদেশি এক রাখাল নিহত হয়েছেন।

রোববার (১ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক।

এর আগে ভোরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বর পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাখাল একই এলাকার গাটিয়ারভিটা গ্রামের রশিদুল ইসলামের ছেলে।

সীমান্তবাসী জানান, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বিপুলসহ বাংলাদেশের আট/১০ জন রাখাল বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বর পিলার এলাকা দিয়ে গরু আনতে ভারতের ১৫০ গজ অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করেন। এসময় তাদের লক্ষ্য করে ভারতের চ্যাংরাবান্ধা বিএসএফের টহল দল গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন বিপুল। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে এনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি ওমর ফারুক ঘটনার জানান, মৃত বিপুলের মরদেহ তার বাড়িতে রয়েছে। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, নিজ বাড়িতে একজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন, সে বিষয়টি জানা নেই। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। সীমান্তে এ ধরনের কোনো আলামত পাওয়া যায়নি।

আইকে