মোহনপুরে ছাত্রলীগের কম্বল বিতরণ

মোহনপুর উপজেলার ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের উদ্দোগ্যে কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে শ্যামপুর কলেজ মাঠে এ আয়োজন করা হয়।
এ সময় ঘাসিগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রকি হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুরশেদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইসরাফিল হোসেন রনি, ঘাসিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন, সাধারন সম্পাদক মোবারক আলীসহ প্রমূখ ।
অসহায় এলাবাসীদের মাঝে এ শীতবস্ত কম্বল বিতরনের আগে ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গণদের ফুল দিয়ে বরণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।