ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


রাজধানীতে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী নিহত


১ জানুয়ারী ২০২৩ ২২:৩২

রাজধানীর আগাওগাঁওয়ে তালতলা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মহানগর উত্তরের ২৮ নং ওয়ার্ড ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।

আজ রবিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. ফিরোজ আহমেদ (২৫)।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফিরোজ আহমেদের ভাই নূর নবী রিয়াজ সংবাদমাধ্যমকে বলেন, ‌‘আমি জানতে পেরেছি প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে রক্তাক্ত অবস্থায় আমার ভাইকে পড়ে থাকতে দেখলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর বেশি আমি কিছু বলতে পারবো না। বিষয়টি জানার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, আমাদের বাসা শেরেবাংলা নগর আগারগাঁও তালতলা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

আইকে