নিষেধাজ্ঞার পরও ঢাকায় ফুটছে আতশবাজি, উড়ছে ফানুস

আর কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে ইংরেজি নতুন বছর ২০২৩। নতুন বছর বরণ উপলক্ষ্যে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও পটকাবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
তবে ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে পুরনোকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় ফুটানো হচ্ছে আতশবাজি ও পটকা, আকাশে ওড়ানো হচ্ছে ফানুস।
শনিবার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আগারগাঁও, মিরপুর, রামপুরা, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় থার্টি-ফার্স্ট নাইটের আনন্দ উল্লাসের অংশ হিসেবে আতশবাজি ও পটকা ফোটাতে দেখা গেছে।
যদিও শনিবার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক থার্টি ফার্স্টের নিরাপত্তা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে বলেছেন, থার্টিফার্স্টে উন্মুক্ত স্থানে কোনো আয়োজন করা যাবে না। কোথাও আতশবাজি-পটকা ফুটানো যাবে না, ফানুস ওড়ানো যাবে না। ফানুস উড়ালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, লুকিয়ে লুকিয়ে ফানুস ও আতশবাজি বিক্রি করা হয়েছে। একটি ফানুস ২০০-৩০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।
আইকে