দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা।
বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় দূষিত বাতাসের মান ছিল ২২৬। সেই হিসেবে ঢাকাকে শীর্ষে রাখা হয়েছে।
এ ছাড়া একিউআই স্কোর ২২১ নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। ২১২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের উহান।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। এটি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ যেমন- প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে।
ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ি করছেন বিশেষজ্ঞরা।
আইকে