ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


গোলড়া হাইওয়ে পুলিশের অভিযানে বাঁশের দোকান অপসারন


২৯ ডিসেম্বর ২০২২ ০৮:০৭

ঢাকার ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ডে পাশে অবৈধভাবে গড়ে উঠা বাঁশের দোকানপাট অপসারন করেছে গোলড়া হাইওয়ে থানা পুলিশ।

বুধবার(২৮ ডিসেম্বর) দুপুরের দিকে এ অপসারন অভিযান করেন মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, মহাসড়কের পাশে অবৈধভাবে দোকান বসিয়ে যানবাহন,সাধারণ পথচারী ও যাত্রীদের চলাচলে ব্যাঘাত ঘটানোর কারণে এ বাঁশের দোকান অপসারন অভিযান পরিচালনা করা হয়। দুর্ঘটনা রোধে হাইওয়ে থানা পুলিশের এ অপসারন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।