নিখোঁজ জেলের লাশ উদ্ধার

নেত্রকোনার বারহাট্টায় নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আসমা ইউনিয়নের ভাটি নোয়াপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম হাবিবুর রহমান শেখ (৩৩)। তিনি একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ্ উদ্দিন আহমেদ বলেন, রোববার (২ সেপ্টেম্বর) রাতে হাবিবুর রহমান বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। পরে সকালে তার লাশ পায় স্বজনরা।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
একেএ