মিরপুরের সাতটি থানার মধ্যে শ্রেষ্ঠ পল্লবী থানা

ডিএমপির মিরপুর বিভাগে ফের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে পল্লবী থানা। মঙ্গলবার মাসিক অপরাধবিষয়ক এক সভায় পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ জসীম উদ্দীন মোল্লার হাত থেকে নভেম্বর মাসের শ্রেষ্ঠ থানার ক্রেস্ট গ্রহণ করেন পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম।
এদিন পল্লবী থানার মিরপুর মডেল থানার অসামান্য পার্ফমেন্সের জন্য শ্রেষ্ঠ থানার ক্রেষ্ট প্রদান করেন করেন ডিসি জসীম উদ্দীন মোল্লা। এসময় মিরপুর বিভাগের এডিসি, এসি (পল্লবী জোন)-সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ থানার ক্রেষ্ট হাতে নেয়ার পর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম বলেন, মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ জসীম উদ্দীন মোল্লাসহ সিনিয়র কর্মকর্তাদের সঠিক নেতৃত্ব ও দিকনির্দেশনায় এমন সাফল্য সম্ভব হয়েছে। একইসাথে সার্বিক সফলতার জন্য টিম-পল্লবীর সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান ওসি পারভেজ ইসলাম।