ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


শ্রমিকবাহী বাস কভার্ডভ্যান সংঘর্ষে আহত-২৫


২৭ ডিসেম্বর ২০২২ ২৩:২১

ঢাকার ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইলের শ্রমিকবাহী বাস ও কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে প্রায় ২৫ জন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া ইউনিয়নের বালিথা-বাথুলী বাসস্ট্যান্ডে পাশে এ দুর্ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, মানিকগঞ্জ দিক থেকে ছেড়ে আসা শ্রমিক নিয়ে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা-বাথুলী বাসস্ট্যান্ডে পৌছালে কভার্ডভ্যানের সাথে সংঘর্ষ হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ ঘটনায় প্রায় ২৫ জনের মতো শ্রমিক আহত হয়। শ্রমিকবাহী বাসে কতজন শ্রমিক ছিল তা জানা যায়নি।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, শ্রমিকবাহী বাস ও কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আমাদের পুলিশ কর্মকর্তারা উদ্ধার অভিযান করেছে, বর্তমানে রোড যানজট মুক্ত আছে, এ বিষয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে শ্রমিকবাহী বাসে কতজন শ্রমিক ছিল তা জানা যায়নি।